জলঢাকায় যুবদল নেতার নামে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

হিমাগারে কৃষকদের আলু সংরক্ষণে দালালদের অনিয়মের প্রতিবাদ করায় নীলফামারীর জলঢাকা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পরিবহন ব্যবসায়ী সফিউর রহমান সাদেকের নামে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজারের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাদেক ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে সফিউর রহমান সাদেক জানান,“স্থানীয় একটি হিমাগারে কৃষকদের আলু সংরক্ষণে দালালদের অনিয়মের প্রতিবাদ করায় একটি গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ৭ এপ্রিল সন্ধ্যায়া সাদেক তাঁর ছেলে ও ভাতিজাকে নিয়ে তাতীপাড়া মেলাতে যান।

সেখানে জুয়া খেলার প্রতিবাদ করে ফিরে আসার সময় মেলার ফুচকার দোকানের সামনে কিছু ব্যক্তি তার উপর হামলা করে। এসময় তাঁর কাছে থাকা ব্যবসার ৩ লাখ ৫০ হাজার টাকা ও একটি টিভিএস আরটিআর মোটরসাইকেল ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এসময় স্থানীয়রা ছুটে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাদে উদ্ধার করে প্রথমে জলঢাকা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।”

তিনি অভিযোগ করে বলেন,“ অন্যায়ের প্রতিবাদ ও হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার কারণে তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিছু ভাড়াটে লোকজন নিয়ে এসে আমার বিরুদ্ধে মানববন্ধন করছে। তারা বিভিন্নভাবে আমাকে মামলা প্রত্যাহার করার হুমকি দিচ্ছে।

এঘটনায় মামলার পরও পুলিশ এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদেকের ভাই তৌফিকুল ইসলাম, সুজন ইসলাম, স্ত্রী লিমু বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন,“ উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”