জলঢাকায় সিনজেন্টা ফাউন্ডেশন গ্রাম বিকাশ কেন্দ্রের কৃষক র্যালী ও মাঠ দিবসে কৃষি উপকরণ বিতরণ
হামিদা আক্তার, নীলফামারী থেকে : ১৯ ডিসেম্বর সোমবার সকালে সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশ ও গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে সমন্বিত কৃষি সহযোগীতা প্রকল্প আই.এ.এস.পি’র সহযোগীতায় নীলফামারীর জলঢাকায় খচিমাদা চৌরঙ্গী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক কৃষক র্যালী, মাঠ দিবস ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। মাঠ দিবসে আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য আলহাজ্জ আবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান। প্রায় ৩ শতাধিক কৃষকের উপস্থিতিতে বিভিন্ন কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বিধি, সবজি ও গাছের চারা রোপন এবং আধুনকি প্রযুক্তিতে কৃষি পরামর্শ দিয়ে সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ রেজাউল করিমের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম প্রধান, গ্রাম বিকাশ কেন্দ্রের চিপ অপারেটিং অফিসার আবু সায়েম জিকু, সিনিয়র মার্কেট ডেপলোম্পমেন্ট অফিসার দিপু রঞ্জন রায়, মার্কেট ডেপলোম্পমেন্ট অফিসার মোঃ আল- মামুন, মামুনুর রশিদ,শিল্পী রানী প্রমূখ। মাঠ দিবসে সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম প্রধান বলেন,আমরা সার্বক্ষনিক কৃষকদেও মাঝে কৃষি তথ্য পরামর্শ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বিধি, আধুনিক সবজি চাষ, চারা রোপন ও কৃষাণ বাজারে মনিটরিং করে থাকি। সবশেষে উপস্থিত ৩৬ জন কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন