জলবায়ুর পরিবর্তন রোধ ও সাইকেলের ব্যবহার প্রসারে বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/6ca9f84c4e0fa384f00c81e5f6f1b85d.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম বলেছেব,ট্রান্সপোর্ট সেক্টর থেকে পৃথিবীর মোট গ্রিন হাউস গ্যাসের নির্গমনের প্রায় ১৫ শতাংশের কাছাকাছি বের হয়। আমাদের দৈনন্দিন যাতায়াতের একটা ছোট্ট অংশ সামান্য পরিবর্তন করলে আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নিঃসন্দেহে যুদ্ধ ঘোষণা করতে পারি।যদি আমরা আমাদের দৈনন্দিন যাতায়াতের একটি মাত্র ট্রিপ গাড়ি ব্যবহার না করে সাইকেল ব্যবহার করি, সে ক্ষেত্রে প্রতিটি নাগরিকের ট্রান্সপোর্ট সেক্টরে গ্রীন হাউজ গ্যাসের এমিশন প্রায় ৬৭ শতাংশ কমানো যেতে পারে।
শুক্রবার (৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনার হতে এই র্যালি অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, জনসংখ্যার মাত্র দশ ভাগ মানুষ দিনে একটি করে ট্রিপ গাড়ির বদলে বাইসাইকেলে করেন, সে ক্ষেত্রে ট্রান্সপোর্ট সেক্টরের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ প্রায় ১০ শতাংশ কমে যাবে। এই সমীক্ষায় একটি চমক জাগানো তথ্য হলো আমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনে গাড়ি বেশি ব্যবহার করি।
রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাইক্লিস্ট নাগরিক সুস্বাস্থ্য,পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক, সাইকেল নেটওয়ার্ক তৈরি এবং স্কুল- কলেজ, হাট-বাজার- বিপণী বিতান, অফিস-আদালত, বাড়িতে বাড়িতে, পার্কে, রাস্তার পাশে নিরাপদ সাইকেল পার্কিংয়ের দাবীতে গ্রীণ মুভমেন্ট লিমিটেড, গ্রীণ পেইজ এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ” সহ দেশের জাতীয় ভিত্তিক সমমনা সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতির মধ্য দিয়ে নাগরিক সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য সাইকেল র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীণ মুভমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাস্হাপনা পরিচালক এবং গ্রীণ পেইজের প্রকাশক মিসেস ফাতেমা জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম।
তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও পরিবেশ রক্ষা উৎসাহিত করতে সাইকেল র্যালী উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল ওবিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের
তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং গ্রীণ মুভমেন্ট লিঃ ও গ্রীণ পেইজ এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী ও পরিবেশবিদ মোঃ মাহফুজুর রহমান।
পরিবেশ নিয়ে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্যাম্পাস পত্রিকার, প্রধান সম্পাদক ড. এম, হেলাল,বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম টুববুস,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা,লেখক ও গবেষক আর.কিভিস্ট আল আমিন বিন হাসিম,ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মোঃ তাহাজ্জত হোসেন,ব্রেইন এন্ড লাইফ হসপিটালের ব্যাস্হাপক ফকরুল হোসেন,ফ্যামেলি সাইক্লিস্টের সভাপতি বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনেত্রী নাহার কনা, ঢাকা সাংস্কৃতিক ফোরামে সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, বিডি ক্লিক এ উপদেষ্টা মোঃ মুসাও সমন্বয়কারী নাজনীন নুর সহ প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন