জলোৎসবে সাঙ্গ রাঙামাটিতে বৈসাবি উৎসব

জলোৎসবে সাঙ্গ রাঙামাটিতে বৈসাবি উৎসব দুই লাইনে দাঁড়িয়ে মারমা তরুণ-তরুণীরা। সামনে পাত্রভর্তি পানি, আর সেই পানি একে অপরের গায়ে অবিরাম বর্ষণ করছেন।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থার উদ্যোগে দিনব্যাপী সাংগ্রাই উৎসবে শেষ হয়েছে এ বছরের বৈসাবির আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) রাঙামাটির সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, ‘আমরা চাই এই বৈচিত্র্যগুলোকে ধারণ করতে এবং এগুলোকে উৎসাহিত করতে। যার মাধ্যমে নিজেরা যাতে একসাথে ভালো থাকতে পারি সেই প্রত্যাশাই আমাদের।
এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন চৌধুরী।
এর আগে, সকালে অতিথিরা একে অপরের শরীরে জল ছটিয়ে জলকেলির উদ্বোধন করেন। এরপর সকলে একে-অপরের গায়ে জল ছিটিয়ে সকল অবসাদ দূর করে।
এ সময় মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করা হয়। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত কয়েক হাজার মারমা নারী-পুরুষ একে-অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসব পালন করতে থাকে।
সাংগ্রাইয়ের জলকেলিতে পুরনো বছরের সকল দুঃখ, কষ্ট, বেদনা ভুলে গিয়ে একে অন্যকে ভালোবাসায় ভরিয়ে দিতে পানি ছিটিয়ে শুদ্ধ করছেন তারা। এর মাধ্যমে রাঙামাটিতে শেষ হয়েছে মারমা জনগোষ্ঠীর বৈসাবি উৎসব।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন