জল ছবি || অনিন্দ্য আসাদ
জল ছবি
অনিন্দ্য আসাদ
তবুও সন্ধায় ডেকে ওঠে বিষন্ন হুতোম, ঘরে ফেরা পাখিদের
শান্তির কোরাসে মিলিয়ে যায়
বিষণ্ণ বেহাগ,
চোখের কোনায় বাসা বাঁধে
আগামী দিনের স্বপন।
মনসা ফণায় জমা রাখা ভালোবাসা কিছুতে উদ্ধার হয়না,
নাড়ি চেড়া কান্না নিয়ে যায়
আঁতুড় অতীতে।
সাদা কালো এই দিন
মেলেনা সোনালী সেই দিনে,
আকাশের সব মেঘ জমা থাকে
দুচোখে আমার, হয়না বর্ষণ
হৃদয়ের তপ্ত মরুর জমিনে।
এ কেমন জীবন আমার
রক্ত চোষা খেয়ে যায়
সমস্ত শরীর, বিবেক ঢুকরে
কেঁদে ওঠে আকাশের আদালতে,
অপেক্ষার আয়নাটা
টুকরো টুকরো হয়েই
রক্তাক্ত করে দেয় বোধ।
সোনালী বর্ণীল অতীত
সাদা কালো এই আমাকেই
পিছু ডাকে
আয় চলে আয়
আয় পিছু আয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন