জাগপা সভাপতি রেহেনা প্রধান আর নেই
স্বামী শফিউল আলম প্রধানের মৃত্যুর দেড় বছরের মাথায় চলে গেলেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রেহেনা প্রধান। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান রেহেনা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টায় রেহেনা প্রধান মারা গেছেন। মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদের সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।’
রেহেনা প্রধান ডায়েবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন।
গতবছরের মে মাসে মারা যান রেহেনার স্বামী শফিউল আলম প্রধান। শফিউলের মৃত্যুর পর দলের হাল ধরেন রেহেনা।
রেহেনা প্রধানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন