জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উদযাপনে যবিপ্রবির নানা আয়োজন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (১২ মার্চ) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের নির্দেশক্রমে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আলম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে কর্মসূচিসমূহ হলো সূর্যোদয়ের সাথে সাথে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা (বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ হতে প্রধান ফটক পর্যন্ত), বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন