জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্নে বিভোর এই প্রতিবন্ধী যুবক
আর পাঁচজনের মত স্বাভাবিক নয়। ২২ গজে নামলেই বদলে যান পশ্চিমবঙ্গের নদীয়ার চাকদহের তপন বৈরাগী। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম ক্রিকেটার তপন এবার জাতীয় দলের ডাকের অপেক্ষায়।
গর্ভাবস্থায় মা পানি আনতে গিয়ে কলতলায় পড়ে যান। জন্মের পর থেকেই এক পায়ে জোর কম। চিকিৎসায় অনেক খরচ করেও লাভ হয়নি। ৬০ শতাংশ প্রতিবন্ধী। তবু শারীরিক অক্ষমতা কখনওই আটকাতে পারেনি তাকে। চাকদহের ক্রিকেটার তপন বৈরাগী। ছোটবেলা থেকেই চুটিয়ে ক্যাম্বিস বলে খেলতেন। ক্লাব টুর্নামেন্ট।
তারপর পূর্বাঞ্চল অধিনায়কের চোখে পড়ে যান। তার হাত ধরেই শ্যামবাজারে কোচিং। বছর চারেক হল ক্যাম্বিস ছেড়ে ডিউসে প্র্যাকটিস শুরু। বাংলা, পূর্বাঞ্চল সব জার্সিতেই নিজের ছাপ রেখেছেন তরুণ অলরাউন্ডার। সম্প্রতি মুম্বাইয়ে আঞ্চলিক টুর্নামেন্টে রানার্স হয় পূর্বাঞ্চল। নজরকাড়া অলরাউন্ড সাফল্য। ৮৮ রান। সঙ্গে ১১টা উইকেট নিয়েছেন তপন।
জীবনের সব প্রতিবন্ধকতাকে ক্রিকেট মাঠে হারিয়েছেন। সামনে গুজরাতে জোনাল টুর্নামেন্ট। ভাল খেললে জাতীয় দলের দরজা খুলবে। সেই আশাতেই দু’বেলা প্র্যাকটিসে মগ্ন এই পলিটেকনিক শিক্ষার্থীর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন