জাতীয় পার্টির প্রাথমিক মনোনয়নে হিরো অালমসহ ৭৮০ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩শ’ আসনের জন্য মোট ২৮৬৫টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে যোগ্যতা ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে আজকে বহুল আলোচিত হিরো আলমসহ ৭৮০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এদের মধ্য থেকে ৩শ’ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। এই প্রাথমিক মনোনয়নে ৭৮০ জনের মধ্যে হিরো অালমও রয়েছেন।

দলের মহাসচিব জানিয়েছেন, শিগগিরই মহাজোটের সাথে আসন বন্টন নিয়ে সমঝোতা হবে জাতীয় পার্টির।

তিন দিন মনোনয়ন বিক্রি ও জমা দেয়া চলার কথা থাকলেও ১৫ তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে জাতীয় পার্টি।