জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী দুই সপ্তাহের (২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি) জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই প্রজ্ঞাপনের পরিপেক্ষিতে পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ দফা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বিশ্ববিদ্যালগুলোকে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনের দ্বিতীয় দফায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ব্যাখ্যা হলো, বিশ্ববিদ্যালয়গুলোও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করতে হবে। যেহেতু বিশ্ববিদ্যালয় নিজেদের আইনে চলে, তাই এ বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন