জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠন চাঁদপুর ডিপিওডি

জাতীয় যুব দিবসে ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের জন্য কাজ করা প্রতিবন্ধীদের সংগঠন চাঁদপুর ডিপিওডি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসবে স্বীকৃতি পেল। মঙ্গলবার (১ নভেম্বর) চাঁদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান শ্রেষ্ঠ সংগঠনের সংগঠক চাঁদপুর ডিপিওডি পরিচালক মমতাজ উদ্দিনের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

চাঁদপুর ডিপিওডির পরিচালক মামতাজ উদ্দিন মিলন জানান, চাঁদপুর ডিপিওডি উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১৯৯৯ সাল থেকে ফরিদগঞ্জসহ পুরো জেলায় কাজ করছে। প্রতিবন্ধীত্বের শিকার ও জন্ম থেকে প্রতিবন্ধী হওয়া লোকজনকে চাঁদপুর ডিপিওডি সহায়তা করে আসছে। তারা সমাজে ফেলনা নয়, তারা ও সমাজের জন্য কিছু করতে পারে।

এধরনের নানা ধরনের ট্রেনিং প্রদানের মাধ্যমে তাদের সমাজের একজন হিসেবে চলতে সহযোগিতা করছে। উপার্জনক্ষম হলে যুব উন্নয়ন অধিদপ্তর ও চাঁদপুর ডিপিওডি নিজেদের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেণিং দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। ইতিমধ্যেই ফরিদগঞ্জ উপজেলায় অনেক প্রতিবন্ধী নিজেরা স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আজকের এই পুরস্কার তাদের পরিশ্রমের ফসল।