জানালার ফাঁকে মুখ দিয়ে কী খুঁজছেন কোহলি?
বিরাট কোহলির একটা ছবি হঠাৎই ভাইরাল হয়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। শুক্রবার ছিল ভারত-ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ ছিল, ঠিক তখনই ভারত অধিনায়ককে জানালা দিয়ে মুখ বের করে কিছু খুঁজতে দেখা যায়। আর সেই ছবিটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল সাইটে সেই ছবি নিয়েই শুরু হয়ে যায় গবেষণা। মজার মজার সব প্রসঙ্গ উত্থাপ্পন করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের লজ্জার হার নিয়ে এখনও চর্চা হচ্ছে। হারের পিছনে আসল কারণ কী, তাও খতিয়ে দেখা হচ্ছে। তার উপরে অনিল কুম্বলে কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার ধাক্কায় ভারতীয় ক্রিকেটে প্রবল আলোড়ন। প্রায় প্রতিদিনই নিয়ম করে বেরিয়ে আসছে কুম্বলে-কোহলি সংঘাতের কারণ।
সেই সব বিষয় উল্লেখ করেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মজার মজার সব মন্তব্য করতে থাকেন ইউজাররা। রবীন্দ্র জাদেজাকেও ছাড়া হয়নি। অনিল কুম্বলের কথাও তুলে ধরা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন