জানুন, ঝড়ের সময় কী করা উচিত
সাইক্লোনের মতো পরিস্থিতির সময় মাথা ঠাণ্ডা রেখে কিছু বিষয়ে নজর দিলে অনেক বড় ধরনের দুর্ঘটনা বা বিপদ এড়ানো যায়৷ তাই এই সময় কী সব কাজ করা উচিত তা একবার জেনে নিন-
১. সবার আগে যেটা জরুরি তা হল প্যানিক না করা৷ মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী বিপদের মোকাবিলা করতে হবে৷
২. বাড়ির আশেপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে আগে তা কেটে ফেলুন৷
৩. প্রবল ঝড়ে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন৷ যেমন আলগা হয়ে যাওয়া ইট, টিন, ময়লার বাক্স, সাইন বোর্ড ইত্যাদি৷ কারণ দমকা হাওয়ায় এই সব উড়ে গিয়ে কোনও বিপদ ঘটাতে পারে৷
৪. বাড়িতে মেরামতের প্রয়োজনের হলে আগেই সেটা করিয়ে নিন৷
৫. হাতের সামনে কাঠের বোর্ড রাখুন৷ কাঠ বিদ্যুত অপরিবাহী৷
৬. টর্চ হাতের কাছে রাখুন৷
৭. বাড়িতে খাবার মজুত করে রাখুন৷ বিশেষ করে নষ্ট না হয় এমন শুকনো খাবার৷ সব পাত্রে পানীয় জল ভরে রাখুন৷
৮. প্রয়োজনীয় ওষুধ মজুত করে রাখুন৷ ফার্স্ট এড বক্স হাতের কাছে রাখবেন৷
৯. কাজে যাওয়ার থাকলে আগে বাড়ি থেকে বের হন৷ অথবা কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন৷
১০. ঝড়ের সময় বাড়িতেই থাকুন৷ বাড়ির এমন এক জায়গা বেছে নিন, যেখানে নির্ভয়ে থাকতে পারবেন৷
১১. কাঁচের জানলা থাকলে আগে থেকে তাতে শক্ত করে বোর্ড জাতীয় কিছু ঝুলিয়ে দিন৷ না হলে জানলা ক্ষতিগ্রস্ত হতে পারে৷
১২. বাড়ির একতলায় যদি মিটার বক্স থাকে তাহলে ইলেকট্রিকের তার ঠিক আছে কি না দেখে নিন৷ অনেক সময় মিটারের তার ঝুলে সেখান থেকে বিপত্তি ঘটে যেতে পারে৷
১৩. পরিস্থিতির উপর নজর রাখুন৷ কোনও গুজবে কান দেবেন না৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন