জাপান উপকূলে দুর্ঘটনার কবলে মার্কিন যুদ্ধজাহাজ
জাপান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছে মার্কিন একটি যুদ্ধজাহাজের। এতে ওই যুদ্ধজাহাজে থাকা ইউএস নেভির সাত সদস্য নিখোঁজ রয়েছেন। বিবিসি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে জাহাজারে কমান্ডিং অফিসারও রয়েছেন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার জাপানের স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ইয়োকোসুকা থেকে ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে কন্টেইনারবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের সঙ্গে ইউএসএস ফিটজজেরাল্ড মার্কিন যুদ্ধজাহাজটির সংঘর্ষ হয়।
ছবিতে দেখা যাচ্ছে যুদ্ধজাহাজটির একপাশে বড় ধরনের ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার পর জাহাজটির কমান্ডিং অফিসারের সঙ্গে দুই নাবিককেও হাসপাতালে নেয়া হয়েছে।
ইউএস সপ্তম ফ্লিট এরআগে জানিয়েছিল, দুর্ঘটনার পর জাহাজাটি ইয়োকুসামার উদ্দেশে রওয়ানা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজটিতে ফিলিপাইনের পতাকা রয়েছে এবং জাহাজটির ওজন ৩০ হাজার টন; যা মার্কিন যুদ্ধজাহাজটির তিনগুণ।
জাপানি গণমাধ্যমের খবর অনুযায়ী, এ জাহাজটির হালকা ক্ষতি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন