জাফর ইকবালের ওপর হামলা : গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর ছুরিকাঘাত করায় সন্ধ্যা ৭টায় শাহবাগে বিক্ষোভ মিছিল করছে গণজাগরণ মঞ্চ। হামলার পর পরই গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন।

এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘ড. জাফর ইকবাল স্যারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭টায় শাহবাগে মশাল মিছিল। যে যেখানে আছেন চলে আসুন।’

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে আটক করে গণপিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক জানান, জাফর ইকবালকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন।