জাফর ইকবাল ছুরিকাহত, তারকাদের নিন্দা
প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ছুরিকাহত হয়েছেন শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে। নিজের কর্মক্ষেত্র শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানেই এমন ভয়াবহ ঘটনা ঘটে। তার উপর হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে নিন্দা জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ। সেই কাতারে এক হয়েছেন দেশের ছোট ও বড় পর্দার তারকা ও শিল্পীরা।
জাফর ইকবালের উপর হামলার পর পরই নাট্যকার চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেন,ড.জাফর ইকবাল ছুরিকাহত। বাকরুদ্ধ আমি। চারদিকে ঘোর অন্ধকার। কী হচ্ছে এসব! সব খারাপ খারাপ মন ভাঙার খবর। ভালো লাগছে না! অনেক খারাপ লাগা সব মিলিয়ে। অনেক কষ্ট। স্যার,আমরা দুঃখিত।
অভিনেত্রী শানরৈ দেবী শানু লিখেন: রক্ত ঝরালেই কি সৃষ্টি মরে? সৃষ্টি বেঁচে থাকে সৃষ্টির তরে। পশুদের ছুরিতে শুধু রক্তই ঝরে।
অভিনেতা সাজু খাদেম বলেন: ড. জাফর ইকবাল স্যার আহত…তীব্র নিন্দা জানাচ্ছি।
মারিয়া নূর লিখেন: এটা খুবই ভয়ংকর এবং অবিশ্বাস্য একটা ঘটনা! প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর বলেন: ড. জাফর ইকবাল স্যার আহত… তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথায় আঘাত করা হয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন