জাবালে নূরের চালক-হেলপার ৭ দিনের রিমান্ডে

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের দুই বাস চালক ও দুই হেলপারের ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) কায়সারুল ইসলাম এ বিষয়ে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জু করেন।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার (আইও) তদন্তকারী কর্মকর্তা।
দুই বাসের চালক হলেন- সোহাগ আলী ও জুবায়ের এবং হেলপার এনায়েত হোসেন ও রিপন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। একই ঘটনায় আহত হয় ১০-১৫ জন শিক্ষার্থী।
এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর হোসেন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।
মামলার মূল আসামি জাবালে নূরের মালিক শাহাদাত হোসেন ও চালক মাসুম বিল্লাহ ৭ দিনের রিমান্ডে রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















