জাবালে নূরের দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় দুই সহপাঠী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার সকাল থেকে জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে মানিক মিয়া এভিনিউতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জাবালে নূরের দুই চালকের দোষের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তাই ঐ দুই গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।

জাবালে নূরের পরিবহনের বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই দুই শিক্ষার্থী। তারা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১। তার আগে নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।