জামায়াতে ইসলামী ভোলার কাচিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৪ নং কাচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হযেছে।

(১৯ মার্চ) বুধবার কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভোলা-০২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা মো: ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন শাখার আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন শাখার নায়েবে আমীর মুফতি মাওলানা মোঃ সফিউল্যাহ্।

মাহে রমজানের গুরুত্ব ও ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন: বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্লাহ, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হারুন অর রশীদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বোরহানউদ্দিন শাখার সভাপতি মুফতি আমীনুল ইসলাম প্রমূখ।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের কাচিয়া ইউনিয়ন শাখার আমীর মো. আলী আজগর ও সেক্রেটারী মো. মহিউদ্দিন সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতা ও কর্মিরা দায়িত্ব পালন করেন।
ইফতার মাহফিলে দলটির কর্মী, সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুশৃংখল ও স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়।