জামায়াতে ইসলামী ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক হারুনপার্ক চত্বরে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঈফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা বদরুজ্জামান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সভাপতি ডা. আব্দুন নূর। সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি আবু ইউসুফ।

উপজেলা শাখার সাবেক আমীর অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারোয়ার, জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখার কর্ম পরিষদ সদস্য মো. কামরুল হাসান, জামায়াতে ইসলামী গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকির, ডৌহাখলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক।

আলোচনা সভা শেষে দোআ পরিচালনা ও ইফতারের আয়োজন করা হয়।