জামায়াত নেতা বিপ্লব বগুড়ার শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত

বগুড়ার শিবগঞ্জ সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার গভনিং বডির সভাপতি মনোনীত হয়েছে জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আইউব হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।
সে শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার শব্দলদিঘী গ্রামের মাস্টার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে শিবগঞ্জ উপজেলার পৌর জামায়াত ও উপজেলা জামায়াতের সাবেক আমীর। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার ইউনিট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। সে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছে। সে এই কলেজে ২০০১ সালের ৩০শে জুন প্রভাষক হিসেবে যোগদান করে।
শিবগঞ্জ সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গতঃ আব্দুল হালিম ১৯৯০ সালে এসএসসিতে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগ, ১৯৯২ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসিতে ২য় বিভাগ অর্জন করেন। সে সরকারি আজিজুল হক কলেজ থেকে ১৯৯৫ সালে মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন