জামায়াত-হেফাজত-রাজাকার-রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন মমতা: শুভেন্দু
লোকসভা ভোটের মুখে মতুয়া ভোট ঘরে তুলতে উত্তরবঙ্গে বিশেষ প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ‘জাগো মতুয়া’ স্লোগান তুলে বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়াদের আশাহত করার অভিযোগ তুলছেন তৃণমূল নেতারা।
তবে তৃণমূলের এমন প্রচারে কোনো কাজ হবে না বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জামায়াত, হেফাজত ও মুসলিম মৌলবাদীদের আশ্রয়দাতা মমতা ব্যনার্জিকে একটি ভোটও দেবেন না মতুয়ারা।
অভিযোগ উঠেছে, নদীয়া জেলার কল্যানিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার সক্রিয় কর্মী মিহির কুমার বিশ্বাসকে হাসুয়া দিয়ে আঘাত করেন আরমান তরফদার ও আরবাজ তরফদার নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী। আহত বিজেপি কর্মীকে কল্যানি জহরলাল নেহেরু হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেণ শুভেন্দু।
তিনি বলেন, জামায়াত, হেফাজত ও মুসলিম মৌলবাদীদের অত্যাচারে মতুয়ারা বাংলাদেশ থেকে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমার মা গায়ত্রী ভট্টাচার্যকেও বরিশাল ছাড়তে হয়েছিল। মতুয়ারা কেউ ইচ্ছা করে বাংলাদেশ ছাড়েনি। তাদেরকে তাড়ানো হয়েছে। এক কাপড়ে খালি পায়ে পালিয়ে এসেছেন।
‘যাদের জন্য তারা পালিয়ে এসেছেন সেই জামায়াত, হেফাজত, রাজাকার ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি। মতুয়াদের উদ্বাস্তু করার কারিগর যারা, তাদের আশ্রয় দিচ্ছেন মমতা। কোনো মতুয়া প্রাণ থাকতে মমতা ও তার পার্টিকে ভোট দেবে না।’
শুভেন্দু আরও বলেন, যে মমতা ব্যনার্জি গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলেন, যে মমতা সরকারি টাকায় মাতা বীণাপানি দেবীর চিকিৎসা করিয়ে বলেন, আমি টাকা দিয়ে করেছি, সেই মমতা ব্যানার্জি মতুয়াদের একটি ভোটও পাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন