জামালপুরের দেওয়ানগঞ্জে আখচাষী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে আখচাষী কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জিল বাংলা চিনিকল অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল বাংলা চিনিকল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান। আখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস ছালাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ওসি (ডিবি) সোহেল রানা প্রমূখ।

সভাপতির বক্তব্যে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, গুড় তৈরীতে আখ পাচার বন্ধ করতে হবে। আগামীতে কেউ গুড় তৈরীর কাজে আখ পাচার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। গুর তৈরীতে আখ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য স্থানীয় প্রশাসন কে নির্দেশ দেন মন্ত্রী।

তিনি এসময় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা চিনিকল কে রক্ষা করতে কৃষকদের বেশি বেশি আখ চাষের আহ্বান জানান। অনুষ্ঠানে মিলের উদ্বর্তন কর্মকর্তাগণ, জিল বাংলা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, আখচাষী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সহ আখচাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।