জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রাজ্জাক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

নিহতের স্বজনরা জানায়, দুপুরে বাড়ির পাশের খোলায় ধান শুকানোর কাজ করছিলেন আব্দুর রাজ্জাক । সেই জায়গার উপর দিয়ে রাস্তার প্রধান বিদ্যুতের তার টানা ছিলো, বাতাসে তার ছিঁড়ে বৃদ্ধ কৃষকের শরীরে পড়লে তিনি বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।