জামালপুরের দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুরের দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আজিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৯ মে) দুপুর ২ টার দিকে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শহরের কামিল মাদ্রাসা মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আধ্যাপক আজিম উদ্দিনের জানাজার আগে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তারেক, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মামুন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৯ মে) ভোর ৪ টার দিকে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।