জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্নহত্যা

জামালপুরের দেওয়ানগঞ্জে জয়নাল আবেদীন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের নবিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন প্রায় ২ বছর আগে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার সুইসগেট এলাকার বাকের আলীর মেয়ে রেখামনি কে বিয়ে করে। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো। ঘটনার দিন রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তাঁর সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।