জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জুন) সকাল ১০ টায় বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালগাঁও গ্রামের রাস্তায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
উদ্বোধনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, ঠিকাদার মো. রাশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, ‘জামালপুর জেলার আট পৌরসভা উন্নয়ন’ প্রকল্পের আওতায় বকশীগঞ্জ পৌরসভার সার্বিক তদারকিতে রাশেদ এন্টারপ্রাইজ ৭৫ লাখ টাকা ব্যয়ে ৯১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজ বাস্তবায়ন করবেন। এতে করে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি সহ জনদুর্ভোগ লাঘব হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন