জামালপুরের বকশীঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG-c75392b1572b1c.0.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জামালপুরের বকশীগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রোববার (৭ মে) মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিস্কার করা হয়।
জানা যায়, রোববার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে জাগির পাড়া উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী ও ফারাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের আরেক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করেন। অসদুপায় অবলম্বনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই দুই পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়।
মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. শফিকুল ইসলাম দুই পরীক্ষার্থীর বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন