জামালপুরে আমড়া বাগানে স্বাবলম্বি কৃষককুল
সরকারের গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক সমবায় সমন্বয়ের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বি করার লক্ষ্যে সারা দেশের ন্যায় জামালপুরে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এ প্রকল্পের মধ্যে ছিলো আমড়া বাগান জনপ্রিয় করা। ইতোমধ্যে আমড়া বাগান করে অনেকে সফলতা পেয়েছে। প্রতি মৌসুমে অনেকেই লাক্ষাধিক টাকার আমড়া বিক্রি করছে। ফলে গ্রামীন অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।
জানাযায়, জামালপুর সদর উপজেলায় আমড়া বাগানের বিশেষ খ্যাতি রয়েছে। কৃষক সমবায় সমন্বয়ে কৃষি বিভাগ আমড়া বাগানের উদ্যোগ নিয়েছিলো। এ উদ্যোগ কে বাস্তবায়ন করার জন্য শ্রীপুর, রানাগাছা, বাঁশচড়া, সাহাবাজপুর, রশিদপুর, সহ আরো বেশ কয়েকটি এলাকায় আমড়া গাছের কলমের চারা বিতরণ করা হয়।
এ সব চারা নিয়ে অনেকে বাগান করে প্রতি মৌসুমে লাক্ষাধিক টাকা আয় করছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন আমড়া চাষীর সাথে তারা এ প্রতিবেদক কে জনান কৃষি বিভাগ আমড়া বাগান করার জন্য বিশেষ ভাবে সহায়তা করছে। যারজন্যে আমড়া বাগান ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
এ ব্যপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক এ প্রতিবেদক কে বলেন, গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বি করার লক্ষ্যে আমড়া বাগানের উদ্যোগ নেয়া হয়েছিল। এ উদ্যোগের কারনে আমড়া বাগান সর্বত্র ছড়িয়ে পড়েছে।
সরকারের এ প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর,দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বাস্তাবায়ন করেছে। সরেজমিনে এ উপজেলা গুলোর মহাদান, ভাটারা, কামরাবাদ, বাট্রাজোর, চিকাজানি, নাংলা, আদ্রা, সিরাজাবাদ সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা যায় আমড়া বাগান তৈরির লক্ষ্যে কৃষক পর্যায়ে কৃষি বিভাগ বাড়ী বাড়ী গাছের চাড়া বিতরণ করেছে।
বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে আমড়া গাছের সমারোহ। এ ব্যপারে জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন। কৃষক বান্ধব সরকার সব সময় কৃষকদে স্বাবলম্বি করার জন্য কৃষক সমবায় সমন্বয় প্রকল্প হাতে নিয়েছেন। সমন্বয়ের ভিত্তিতে চাষাবাদ করলে কৃষককূল স্বাবলম্বি হবে। সমন্বয়ের মাধ্যমে অনেকেই আমড়া বাগান করেছে। যার জন্য আমড়া কৃষকদের সৌভাগ্যের প্রসূতিতে পরিনত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন