জামালপুরে গ্রামীন মহিলারা ভেড়া পালনে আত্ম-নির্ভরশীল

সরকার গ্রামীন অর্থনৈতিক উন্নয়নে সারা দেশের ন্যায় জামালপুরে যুব মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্যে জেলা প্রানি সম্পদ বিভাগের মাধ্যমে পশু পালনের উদ্যোগ গ্রহন করে। এর মধ্যে ভেড়া পালন ছিলো অন্যতম। জেলার ৭টি উপজেলায় গ্রামীন যুব মহিলারা ভেড়া পালনে ঝুকে পাড়ায় স্বাবলম্বিতা অর্জন করেছে। পাশাপাশি গ্রামীন অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।

জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা হলেও প্রানি সম্পদ পালনেও ব্যপক ভাবে এগিয়ে রয়েছে। এর মধ্যে ভেড়া পালন ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চর গজারিয়া, রানাগাছা. ইটাইল সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে কথা হয় বেশ কয়েকজন যুব মহিলার সাথে কথা বললে তারা এ প্রতিবেদক কে বলেন সরকার যুব মহিলাদের আত্ম র্কসংস্থানের জন্য ভেড়া পালনে সহায়তা করছে। যুব উন্নয়ন ও বিভিন্ন এনজিও থেকে প্রশিক্ষন নিয়ে আর্থিক সুবিধা পেয়ে অনেকে ভেড়ার খামার করেছে।

কথা হয় লক্ষীরচর, গ্রামের যুব মহিলা জমিলা বেগম(২৫) এর সাথে তিনি জানান, এনজিও থেকে আর্থিক সুবিধা নিয়ে ১০টি ভেড়া কিনে খামার করেছিলাম। এখন তার খামারে ৫০টি ভেড়া রয়েছে। তিনি আরো বলেন এ গ্রামের অনেকেই ভেড়ার খামার করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে।

সরকারে এ প্রকল্প মেলান্দহ, মাদেরগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে।। এ উপজেলাধীন এমন কোন এলাকা নেই ভেড়ার খামার না রয়েছে। সরেজমিনে ডাংধরা, পাররামপুর , হাতিবান্দা, মহাদান, ভ্টাারা সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা গেছে। প্রায় প্রতিটি বাড়ীতে যুব মহিলারা ভেড়া পালন করছে।

রহিমা(২৮) জানান ভেড়া পালন খুবই সহজ। তেমন রোগ বালাই হয় না বললেই চলে। এ ব্যপারে জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ কে প্রশ্ন করা হলে তিনি বলেন কৃষক বান্ধব সরকার সব সময় কৃষকদের স্বাবলম্বি করার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এ সব প্রকল্পের কারনে গ্রামীন অর্থনীতি আজ চাঙ্গা।