জামালপুরে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা বাগান

গ্রামীন অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় সরকার মাল্টা বাগান করার উদ্যোগ নিয়েছে।

জামালপুর জেলার ৭টি উপজেলায় সরকারের এ প্রকল্প ব্যপক ভাবে বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে অনেকে মাল্টা বাগান করে সফলতা পেয়েছে। ফলে মাল্টা বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি নির্ভর এলাকা হিসেবে খ্যাত। এ উপজেলার এমন কোন এলাকা নেই মাল্টা বাগান না রয়েছে। কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের লক্ষ্যে শ্রীপুর, বাশচড়া, নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর, সাহাবাজপুর এলাকায় অনেকেই মাল্টা বাগানে ঝুঁকে পড়েছে।

কৃষি বিভাগ এ প্রকল্প বাস্তবায়নে ব্যপক ভাবে সহায়তা করে যাচ্ছে।

সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন মাল্টা চাষীর সাথে। তারা বলেন, মাল্টা বাগান করায় কৃষি বিভাগ কলমের চারা বিতরন সহ নানা বিধ পরামর্শ দিয়ে সহায়তা করছে। তাদের সহযোগিতার কারনে অনেকেই মাল্টা বাগানে ঝুঁকে পড়েছে। বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে বেশ কয়েকটি মাল্টা বাগান গড়ে উঠেছে।

মাল্টা চাষী শ্রীপুর গ্রামের সাত্তার (৪০) জানান, এখানকার মাটি আবহাওয়া মাল্টা বাগান করার উপযোগী। যার জন্যে অনেকেই আর্থিক স্বচ্ছলতার জন্য মাল্টা বাগান গড়ে তুলেছে।

সরকারের এ প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ও সরিষাবাড়ী উপজেলায় সফল ভাবে বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে অনেকেই মাল্টা বাগানের উদ্যোগ নিয়েছে। ভাটারা, মেষ্টা, মহাদান, বাট্রাজোরসহ আরো বেশ কয়েকটি এলাকা বেছে নিয়ে কৃষি বিভাগ মাল্টা বাগানের দিকে সহায়তা করে যাচ্ছে। তাদের সহায়তার কারনে এলাকার বেকার যুবকরা মাল্টা বাগানে ঝুঁকে পড়েছে। মাল্টা বাগান বৃদ্ধি পাওয়ায় গ্রামীন অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।