জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ ব্যক্তির
জামালপুরের মেলান্দহে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এক সঙ্গে তিন যুবক নিহত হয়েছেন। এরা তিনজনই গ্রামীণফোনে চাকরি করতেন।
দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারে কাজ করে অফিসে ফেরার পথে রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে মালঞ্চ বেতমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
এরা হলেন: গ্রামীণফোনের গার্ড শাহ্ আলম (৩৫), বাড়ি শহরের বিয়ারা পলাশ ঘর এলাকায়, পাওয়ার টেকনিশিয়ান চঞ্চল বর্মন (২৭), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার বাসিন্দা ও গাড়িচালক কাজল (৩৫), বাড়ি সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মেলান্দহ উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকায় দেওয়ানগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানে থাকা তিন সহকর্মীর মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন