জামালপুরে বেঁধে দেয়া দামে চাল বিক্রি হচ্ছে না

জামালপুরে চালের বাজার গেরা কলের দখলে। বাজার কোন ভাবেই নিয়ন্ত্রন করা যাচ্ছে না। দিন দিন হু হু করে বেড়েই চলেছে। সরকার দাম বেঁধে দেওয়ার পরও কোন ব্যবসায়ী মানছে না। যার জন্যে চালের বাজার সম্পূর্ণ সিন্ডিকেট নিয়ন্ত্রন করছে।

জানা যায়, জামালপুর শহর সহ সদর উপলোধীন বিভিন্ন হাট বাজারে চালের দাম নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। বিভিন্ন বাজারে ভিন্ন ভিন্ন দরে চাল বিক্রি হচ্ছে।

সরেজমিনে শহরের সকাল বাজার, স্টেশন বাজার, বানিয়া বাজার, নান্দিনা বাজার, নরুন্দি বাজার ঘুরে চালের বাজারে বৈচিত্র এসেছে। কোথাও বেশি আবার কোথাও কম। এর কারণ অনুসন্ধান কালে জানা গেছে পাইকারি ও খুচরা বাজারের ব্যবসায়ী চক্র গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট। সিন্ডিকেটর মাধ্যমে ব্যবসায়ীরা চালের বাজার নিয়ন্ত্রন করে ইচ্ছে মতো বিক্রি করে যাচ্ছে। এমন কি জেলা প্রশাসনের নির্দেশনায় মানছে না। এ সব বাজারের ক্রেতার সাথে কথা বলবে তারা এ প্রতিবেদক কে বলেন, সরকারে ভাবমূর্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ব্যবসায়ী চক্র। যারজন্যে বাজার মূল্য নিয়ন্ত্রন হীন।

চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। এমন কি গ্রামাঞ্চলের হাট বাজারেও প্রভাব পড়েছে। জেলা প্রশাসন সরকারি বেঁধে দেয়া মূল্যে বিক্রির কথা বললেও তারা কোন নিয়ম নীতি মানছে না। যার জন্যে মানুষের মধ্যে নাভিশ্বাস ভাব শুরু হয়েছে।