জামালপুরে ব্যবসায়ীদের তেলেসমাতি কারবার সব চাল এখন মিনিকেট
জামালপুর জেলার চাল ব্যবসায়ীরা চাল নিয়ে তেলেসমাতি কারবার শুরু করেছে। সর্বত্র বিক্রি করছে মিনিকেট চাল। আসলে এ গুলো কি মিনিকেট চাল। এ প্রশ্নের উত্তর কোন ব্যবসায়ী দিতে পারেনি যার জন্যে জনমনে নানা ধরনের প্রশ্নের উদয় হয়েছে।
জানা যায়, জামালপুর শহর সহ সদর উপজেলার বিভিন্ন আড়তে বিভিন্ন নামে চাল বিক্রি হচ্ছে। এর মধ্যে মিনিকেট নামে চাল বেশি মাত্রায় বিক্রি হয়ে থাকে। শহরের স্টেশন বাজার, সকাল বাজার, বানিয়াবাজার সদর উপজেলাধীন নান্দিনা বাজার, নরুন্দি বাজার, পিয়ারপুর বাজার সহ আরো বেশ কয়েকটি বাজারে একাধিক চালের আড়তে মিনিকেট নামে এক ধরনের চাল বিক্রি হচ্ছে।
এ চাল সম্পর্কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, মিনিকেট বলতে কোন চাল নেই। বিভিন্ন মিল মালিকরা মোটা চাল ক্র্যাশ করে চিকন বানিয়ে মিনিকেট চাল বলে চালিয়ে দিচ্ছে। এ ব্যবসায়ীদের কথা বললে তারা এর কোন জবাব দিতে পারেন নি।
মিনিকেট নামে চালের রমরমা ব্যবসা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ব্যপক ভাবে বিস্তার লাভ করেছে। অসাধু ব্যবসায়ীরা অন্য ধানের চাল কে মিনিকেট বলে চালিয়ে দিচ্ছে। এতে ভোক্তাদের ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। খোজ নিয়ে জানা গেছে ব্যবসায়ীদের এ চক্র দীর্ঘদিন যাবত এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন