জামালপুরে শিশু ধর্ষনের অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক
জামালপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য শওকত হোসেন বাবলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ময়মনসিংহ শহরের কুটরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বড় ঘাগুরি গ্রামের শওকত হোসেন বাবুল গত ১৩ ফেব্রুয়ারি বিকালে ওই শিশুকে নিজের ঘরে ডেকে আনে। পরে তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনার পর সে পালিয়ে যায়। শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন আরও বলেন, রবিবার ওই শিশুর বাবা জামালপুর সদর থানায় মামলা করেন। পরে বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন