জামালপুরে সবজি বাজার নিয়ন্ত্রন হীন

জামালপুরে সবজি বাজার নিয়ন্ত্রন হীন হয়ে পড়েছে। কোথাও বেশি কোথাও কম। তাছাড়া মধ্যসত্বভোগীদের দৌরাত্ব্য দিন দিন বাড়ছে। এই অসাধু চক্রের কারনে সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা বিক্রি করছে না।

জেলা প্রশাসন তদারকি করা সত্ত্বেও নির্দেশনা মানছে না। যার জন্যে সাধারন মানুষ চরম বিপাকে পড়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার চরাঞ্চল গুলো কৃষি সর্মৃদ্ধ এলাকা। লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চর যথার্থপুর ও সাহেবেরচরে ব্যপক সবজি চাষ হয়ে থাকে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে এ সব চরে এবার যে পরিমাণ সবজি চাষ হয়েছে যা বিগত কোন মৌসুমে হয়নি। সর্বত্র বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ার পরও সবজির মূল্য কমাছে না। বরং হু হু করে বাড়ছে। সরেজমিনে জেলা শহরের স্টেশন বাজার,সকালবাজার,বানিয়া বাজার,নান্দিনা বাজার ও নরুন্দি বাজার ঘুরে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা হয়। তারা এ প্রতিবেদক কে বলেন পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারে দাম কমছে না। এর কারন অনুসন্ধানকালে জানা গেছে, বাজারদর নিয়ন্ত্রনের পেছনে ব্যবসায়ী চক্র গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রন হচ্ছে।