জামালপুরে সরিষাবাড়ী উপজেলাধীন মহাদান গ্রামে ইয়াবার ছড়াছড়ি

মাদকে ছেয়ে গেছে জামালপুর। এমন কোন উপজেলা নেই মাদক না পাওয়া যাচ্ছে। বিশেষকরে সরিষাবাড়ী উপজেলা মাদকের অভয়ারন্যে পরিনত হয়েছে।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলাধীন বিভিন্ন এলাকায় ইয়াবা অবাধে বেচাকেনা হচ্ছে। এর মধ্যে মহাদান ইউনিয়নে বেশি মাত্রায় ইয়াবা পাওয়া যাচ্ছে। বিশেষ করে মহাদান গ্রামে বিলপাড়া এলাকায় মোহাম্মদ ভূয়ার পূত্র জহুরুল (৪০), ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীরা এই প্রতিবেদক কে বলেন জহুরুল দীর্ঘদিন যাবত উঠতি বয়সী তরুনদের মাঝে ইয়াবা বিক্রয় করছে। এতে যুবক শ্রেণি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক সর্¤্রাট জহুরুলের কারবারে এলাকাবাসী অতিষ্ঠ। এ জন্য এলাকাবাসি উর্ধ্বতন মহলের দৃষ্টি আর্কষন করছেন।