জামালপুরে স্ট্রবেরি চাষের উজ্জল সম্ভাবনা
গ্রামীন অর্থনীতি ও গ্রামীন মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্যে সারাদেশের ন্যায় জামালপুরে কৃষি ভিত্তিক একের পর এক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছেন। এ সব প্রকল্পের মাধ্যমে গ্রামীন মহিলাদের আত্ম কর্মসংস্থানের করা। এবার উদ্যোগ নেয়া হচ্ছে স্ট্রবেরি চাষের প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামীন মহিলাদের আত্মকর্মসংস্থান হবে পাশাপাশি গ্রামীন অর্থনীতিতে চা ল্যতা ফিরে আসবে।
জানা যায়, জামালপুর সদর ঊপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা হলেও স্ট্রবেরি চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। স্ট্রবেরি চাষকে ঘিরে কৃষি বিভাগ ব্যপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এ ব্যপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, এ উপজেলার শ্রীপুর, বাঁশচড়া, সাহাবাজপুর, রশিদপুর, পলাশতলা সহ আরো বেশ কয়েকটি এলাকার মাটি আবহাওয়া স্ট্রবেরি চাষ উপযোগী।
স্ট্রবেরি চাষ জনপ্রিয় করার লক্ষ্যে উদ্যেক্তা তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি আরোও বলেন, অনেক গ্রামীন মহিলা এতে সাড়া দিয়েছে। আশা করা যাচ্ছে এ সব এলাকায় স্ট্রবেরি চাষ ব্যপক আকার ধারন করবে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন গ্রামীন মহিলার সাথে ্এর মধ্যে শ্রীপুরের ফাতেমা(২৫) বাশচড়ার খালেদা(৩০) জানান, কৃষি বিভাগ স্ট্রবেরি চাষ এ সব এলাকায় ছড়িয়ে পড়বে।
অন্তবর্তীকালীন সরকারের এ প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবড়ী উপজেলায় ব্যপক ভাবে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেকেই স্ট্রবেরি চাষের আগ্রহ প্রকাশ করেছে। মহাদান, ভাটারা, মেষ্টা, বালিজুড়ি, বাট্রাজোড় সহ আরো বেশ কয়েকটি এলাকায় স্ট্রবেরি চাষের ব্যপক সম্ভাবনা।
এ ব্যপারে এ থানার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বললে তারা এ প্রতিবেদক কে বলেন, সরকার গ্রামীন সমবায় সমন্বয় প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে স্ট্রবেরি চাষ উদ্যোগ নেয়ায় গ্রামীন পর্যায়ে ব্যপক সাড়া পড়েছে। আশা করা যাচ্ছে স্ট্রবেরি চাষ সর্বত্র ছড়িয়ে পড়বে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন