জামালপুর-১ আসনে প্রচার-প্রচারণায় অংশ না নিতে উপজেলা বিএনপির হুঁশিয়ারী
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ বিএনপির আহবায়ক ও কেন্ত্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও ১ম যুগ্ন আহবায়ক আবদুর রশিদ সাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবিষয়টি নিশ্চিত করেছেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের তফসিল বাতিলের দাবি করে বিএনপি ও তার সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেন নি। তাই ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না।
আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সসংগঠনের কোন নেতা কর্মী কিংস পার্টি বা স্বতন্ত্র কোন প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।
যদি কোন বিএনপির নেতা কর্মী কোন প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নেন দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
সেই সঙ্গে সকলকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার আহবান জানান তাঁরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন