‘জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে, মনোনয়ন দিতে অসুবিধা নেই’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/al-bnp-137435.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কোনো যুদ্ধাপরাধীকে বিএনপির মনোনয়ন দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছেন। তাই তাদের মধ্যে কাউকে মনোনয়ন দিতে অসুবিধা নেই।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি যে, কোনো যুদ্ধাপরাধীকে আমরা প্রতীক দেব না। যুদ্ধাপরাধীকে দেব না। কেউ যুদ্ধাপরাধ না কইরা থাকলে তাঁকে দিতে অসুবিধা কী? জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে।’
এদিকে, ‘নির্বাচনী কৌশল’ হিসেবেই তিনিসহ বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন নেননি বলে নজরুল ইসলাম খান জানান।
এই বিএনপি নেতা আরো বলেন, ‘সবাই নির্বাচনে প্রার্থী হয়ে যায়। যেমন আমি তো দরখাস্তও করি নাই। রিজভী সাহেব দরখাস্তই করেন নাই। তো কাজেই আরো কাউকে কাউকে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে, আমাদের এসব নেতা তাঁরা নিজেরা নির্বাচন করবেন না; কিন্তু তাঁরা বাকিদের নির্বাচনগুলো করিয়ে নেবেন। আপনারা এটাকে নির্বাচনী কৌশল একটা বলতে পারেন।’
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে সরকার পদে পদে বাধার সৃষ্টি করছে। মনোনয়নপত্র দাখিল করার সময় বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি অব্যাহত রেখেছে পুলিশ। কেবল ঢাকাতেই গত ২৪ ঘণ্টায় ৫০-এর বেশি বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এই বিএনপি নেতার অভিযোগ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন