জামায়াত না ছাড়লে নিশ্চিহ্ন হবে বিএনপি : নাসিম

জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে ত্যাগ না করলে ক্ষমতার বাইরে থাকা বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। আইন করে জামায়াতে নিষিদ্ধ করা এখন সরকারি দল আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণসভার আয়োজন করে।

নাসিম বলেন, ‘আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হলো এ সংসদের মাধ্যমে জামায়াতকে পুরোপুরি নিষিদ্ধ করা। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি এখন জামায়াতকে ত্যাগ না করলে তারা চিরদিনের জন্য রাজনীতির মাঠে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তারা রাজনীতির মাঠে আসতে পারবে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এ দেশের মানুষ যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করে যাচ্ছি। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে অসাম্প্রদায়িকতার পক্ষে ভোট দিয়েছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশের রাজনীতি প্রায় বিরোধী দলশূন্য। এর জন্য একমাত্র দায়ী বিএনপি। আজকে বিএনপির ভুলের জন্য, জামায়াতকে তাদের সঙ্গ দেয়ার জন্য, রাজনীতিতে উসকানি দেওয়ার জন্যে দেশবাসীকে চরম খেসারত দিতে হচ্ছে।’

সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘প্রথম যখন আমি পার্লামেন্টে সংসদ সদস্য হিসেবে আসি, তখন বক্তব্য কীভাবে দিতে হবে তা সুরঞ্জিত সেনগুপ্তের কাছেই শিখেছিলাম। তিনি একজন যোগ্য পার্লামেন্টারিয়ান ছিলেন। তাকে আমাদের অনুসরণ করতে হবে।’

সংগঠনের স্টিয়ারিং কমিটির সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।