জামিনে মুক্ত হলেন শিমুল বিশ্বাস
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন।
শনিবার দুপুর সোয়া ১২টায় নরসিংদী কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোয়া ১২টার দিকে নরসিংদী কারাগার থেকে ৪৫০ দিন পর মুক্তি পেয়েছেন তিনি।
গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ আদালত প্রাঙ্গন থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়। তাকে রাজধানী রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
এরপর ওই বছরের ২৬ ফেব্রুয়ারি শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন