জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল, উন্নতি বাংলাদেশেরও!
ফের জার্মানিকে টপকে শীর্ষে উঠল ব্রাজিল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে জার্মানিকে টপকে ১৬০৪ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে এসেছে নেইমাররা।
আর দুইয়ে নেমে গেছে জার্মানি।
এর আগে চিলির বিপক্ষে কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ের পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিল জার্মানি। তবে খুব বেশিদিন জায়গা ধরে রাখতে পারেনি দেশটি।
অন্যদিকে শীর্ষ দুই স্থানে পরিবর্তন আসলেও তিন নম্বর অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। একধাপ করে উন্নতি হয়েছে সুইজারল্যান্ড (৪), পোল্যান্ড (৫) ও বেলজিয়ামের (৯)।
অন্যদিকে দুই ধাপ নিচে নেমে পর্তুগাল (৬) এবং এক ধাপ নিচে নেমে ফ্রান্স (১০) নম্বরে চলে এসেছে। এছাড়া চিলি (৭) ও কলম্বিয়া (৮) আগের অবস্থান ধরে রেখেছে।
এদিকে ফিফার সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলেরও। সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে ১৯০ থেকে একধাপ এগিয়ে ১৮৯তম অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের পতাকাধারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন