জার্মানি ও আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে এবং ১৭-১৯ ফেব্রুযারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। এসময় তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সফরে দু’দেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বলেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রও সরকার প্রধানদের জন্য নির্ধারিত সেশনসহ অন্যান্য সেশনে রোহিঙ্গা ক্রাইসিস ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনার স্থান পাবে। এছাড়াও জলবায়ুসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অর্জন ও সাফল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা যাবে।
এসময় তিনি আরো বলেন, ‘বিভিন্ন কনফারেন্স সিকিউরিটির আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী ১৫ ফেব্রুয়ারি জার্মানিতে ৫৫তম সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন