জালিম পালিয়ে গেলেও জুলুম শেষ হয়নি: মাওলানা মো মাহফুজুর রহমান

রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ করেছে বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামী। এসময় বদলগাছী চৌরাস্তায় সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বদলগাছী চৌরাস্তা থেকে র‌্যালি শুরু হয়ে উপজেলা মোড়, হাসপাতালের মোড় ,কলেজ মোড়,কাঁচা বাজার,চাল হাটি হয়ে র‌্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষণি করে আবারও চৌরাস্তায় এসে শেষ হয়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তরের সহঃ সেক্রেটারী মাওলানা মো মাহফুজুর রহমান।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মো জাহাঙ্গীর আলম, বর্তমান আমীর মো ইয়াছিন আলী, সেক্রেটারী আহসান হাবিব সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,আল্লাহ গজব পড়েছিল বলেই ফ্যাঁসিস্ট আওয়ামী লীগ কে লেজ গুটিয়ে দেশ থেকে পালাতে হয়েছে এই জালিমরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও জুলুম শেষ হয়নি,এই জুলুম শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।

এসময় অন্যান্য নেতৃ বৃন্দরা বলেন, রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রেখে সকল প্রকার অশ্লীলতা থেকে মুক্ত থেকে সংযমের মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে। মানুষ নিত্যপন্যের লাগামহীন মূল্যে অস্থির হয়ে উঠেছে। সকল পন্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সকল ধরণের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।