জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে : এলজিআরডি মন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/ec-267242.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক থাকার সর্তেও গত ১২ বছরে দেশের জিডিপি অনেক বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা দিনে দিনে গ্রামীণ জনগণের নিকট জনপ্রিয় হয়ে উঠছে জানিয়েছে তাজুল ইসলাম বলেন, গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরো যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নিয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ইতিবাচক পরিবর্তনে উপজেলা নির্বাহীদের অবদান রাখার আহ্বান জানান মন্ত্রী।
গ্রাম আদালত কার্যক্রমের বাস্তবতা পরিদর্শনে উপজেলা নির্বাহীদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সমাজে অনেক ধরনের বাধা আছে এগুলোর সমাধান করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, জনবল সংকট আছে। স্বল্প সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে উঠা সম্ভব।
nagad
কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ দেশের ১২৮টি উপজেলার নির্বাহী অফিসাররা কর্মশালায় অংশ নেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন