জিনারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর কাচারী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনারী ইউনিয়ন শাখার সভাপতি ও মহেষকুড়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মুঞ্জুরুল হক (বিএসসি) এর সভাপতিত্বে ও নুরুল ইসলাম ফকির মাস্টারের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোসাদ্দেক আলী ভূইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জৈন উদ্দিন: সাবেক অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ওয়ালী নেওয়াজ খান কলেজ।
অধ্যাপক মোঃ নুরুল হক বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ), হোসেনপুর সরকারি কলেজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোসেনপুর উপজেলার আমীর মোঃ আমিনুল হক প্রমূখ।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে অসংখ্য নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন, ইফতারের পূর্বাহ্নে দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি,সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন