জিয়াউর রহমানের মাজার জিয়ারতে বিএনপি নেতারা
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়ার মাজার, চন্দ্রিমা উদ্যান, শেরে বাংলা নগর, ঢাকায় বিএনপির ভাইস-চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এড জয়নুল আবেদিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করার পর সংগঠনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ১লা জুলাই-২৪, সোমবার জিয়াউর রহমানের মাযার জিয়ারত করে।
উল্লেখ্য, সংগঠনটির নির্বাচিত সভাপতি, সাবেক এটর্নী জেনারেল এড এজে মোহাম্মদ আলী সম্প্রতি ইন্তেকাল করায় এড জয়নাল আবেদিনকে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, এড মাসুদ আহমেদ তালুকদার,এজে ভুঁইয়া, ইকবাল হোসেন, খোরশেদ আলম, আবেদ রাজা, মহসিন মিয়া, খোরশেদ আলম মিয়া, গাজী কামরুল ইসলাম সজল, মাহবুব,ওমর ফারুক ফারুকী সহ সহস্রাধীক আইনজীবী।
দোয়া পরিচালনা করেন উলামা দলের সদস্য সচিব এড আবুল হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন