জিয়াকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব নয়, মানুষের হৃদয়ের মধ্যেই জিয়া: গয়েশ্বর রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আন্দোলনের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন শেষ হয়নি। সেজন্য বলি, এই মুক্তির সংগ্রামের জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই। আমরা যে স্বপ্ন দেখে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বপ্ন শেষ হয়নি। কারণ আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আয়েত্ব আসে নাই।’
শুক্রবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, ‘দেশের মানুষের মুক্তির সংগ্রাম এখনা শেষ হয় নাই। প্রত্যেক দেশের মানুষের স্বাধীনতার সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমরা সেই মুক্তির সংগ্রামের কথা বলছি।’
তিনি বলেন, ‘আমরা মুক্ত নই। বেগম খালেদা জিয়া বন্দি আছেন… সেটাই একমাত্র না… সারা দেশটাকে আমরা মুক্ত, অর্থাৎ জাতিকে মুক্ত করতে চাই।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘জিয়াকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব নয়। তার নামকে ভুলিয়ে দেয়া যাবে না। মানুষের হৃদয়ের মধ্যেই জিয়ার নাম রয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন