জি-২০ সম্মেলনে মোদি-বাইডেনের আলাপ
ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাপ হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুই নেতার মধ্যে কথা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে খবরটি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাঁরা কোয়াডের মতো বিভিন্ন জোটের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেছেন। এদিকে আজ মঙ্গলবার সকালে জি-২০ শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের ওপর বর্তেছে।’ মোদি বলেন, ‘এটা যুদ্ধের সময় নয়। কূটনীতির রাস্তায় কী করে ফেরা যায়, তার খোঁজে সবাইকে সচেষ্ট হতে হবে।
আগামী ১ ডিসেম্বর ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন। মোদি বলেন, ‘আগামী বছর জি-২০ নেতারা যখন বুদ্ধ ও গান্ধীজির দেশে (ভারত) মিলিত হবেন, আমি নিশ্চিত, তখন আমরা সবাই বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে পারব।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন